শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ডিসির ভোট চাওয়ার অডিও ফেসবুকে ভাইরাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১১:০৫ PM
আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে গাজীপুর-৫ ( কালীগঞ্জ, বাড়িয়া ও পূবাইল) এ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারুজ্জামান এর কর্মী বিশিষ্ট শিল্পপতি মশিউর রহমান সেলিম জনসংযোগ কালে বক্তৃতায় বলেন, গাজীপুরের ডিসি আমার নিকট  ট্রাক প্রতীকে ভোট দিতে বলেছেন। এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে। 

এ নিয়ে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা -সমালোচনার গুনজন।

এ বিষয়ে গাজীপুরের  জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এসব অদ্ভুত বক্তব্যেকারীসহ তাদের সাথে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। 

জানা যায়,  ৩১ ডিসেম্বর রাতে গাজীপুরের বাড়িয়া মাঠে আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র  ট্রাক প্রতীকের  প্রার্থী আখতারুজ্জামানের পথ সভায় বিশিষ্ট শিল্পপতি মশিউর রহমান সেলিম গাজীপুরের জেলা প্রশাসনকে জড়িয়ে বক্তব্য দেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে  অবগত করানো হয়। 

এ বিষয়ে জানার সাথে দ্রুত ওই উসকানিমূলক মিথ্যা বক্তব্য দেয়ায় তাদেরকে শেকজ করা হয়ছে বলে জানিয়েছেন ডিসি আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ বিষয়ে  ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান শোকজের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সাবেক জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার তার পারিবারিক একটি অনুষ্ঠানে যাওয়ার পর মশিউর রহমান সেলিমকে বলেছেন আখতারুজ্জামান ভাইকে ভোট দিয়েন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত