শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
জনগণ নির্বাচন মেনে নিয়েছে : আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ২:৫৪ PM
জনগণ নির্বাচন মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি বলেছেন, 'কার্যকলাপের কারণে বুঝা যায় জনগণ নির্বাচন মেনে নিয়েছেন।'

আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনী গণসংযোগে অংশ নিতে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। পরে সড়ক পথে কসবায় যান। 

তিনি ব্রাহ্মণবাড়িয়া—৪ (কসবা—আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'আদালত বর্জনের বিষয়টি বিএনপি'র রাজনৈতিক স্ট্যানবাজি। এর কোনো মাহার্থ নাই। আদালত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে আদালতকে জড়ানো বিএনপির ভুল ও অন্যায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল,  সেলিম ভূঁইয়া,  উপজেলা যুবলীগের যুগ্ন— আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,  সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।পরে মন্ত্রী কসবার বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিতে আখাউড়া ত্যাগ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত