নীলফামারীর সৈয়দপুর থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন, অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান (৫৫), শওকত হায়াত শাহ (৫০), মো. আনোয়ার হোসেন হাবলু (৫৪), দেলোয়ার হোসেন (৩৫), আবিদ হোসেন পায়জ্ঞান (৩৮), শেখ মো. বাবলু (৪৫), মো. শাহীন (৪৫), মো. জাহিদুল হাসান (৪৬), মাহাবুল ইসলাম (২৮) লাড্ডান (২৫)।
সৈয়দপুর পৌরসভাধীন শহীদ ডা. জিকরুল হক রোডে সন্ত্রাসমূলক বক্তব্য বিস্ফোরক কর্মকানণ্ডে জড়িত থাকায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।