নীলফামারীর ৫৬৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদী পাঠানো শুরু হয়েছে।
আজ দুপুরের পর থেকে সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে এসব পাঠানো হচ্ছে কেন্দ্রে। পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে এসব নেয়া হচ্ছে।
জেলায় চারটি সংসদীয় আসনে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৩৫৪টি। প্রতিদ্বন্ধিতা করছেন ১০টি রাজনৈতিক দলের ১৭জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০জন। মোট ভোটগ্রহণকারী কর্মকর্তা রয়েছেন ১০ হাজার ৬২৫জন।