চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েছে বিজিবি। আগামীকাল রোববার (৭ জানুয়ারি) ভোট নির্বিঘ্ন করতে এই তল্লাশী কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি'র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যান বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ভোট শুরু পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভোটকেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।
এর আগে শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ৫৩ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা তাদের প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে ট্রেনের কামরা ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা যায়।
৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষে রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি করছে বিজিবি সদস্যরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।