শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নড়াইল-১ ও ২ আসনের সকল ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৭:১০ PM
নড়াইল-১ ও ২ এর নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। 

জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্ঠারা। ৬টি স্টল করে যার যার কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়।

জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়, নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০ টি, ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন।

অপরদিকে, নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪৭ টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন। নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন, নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বীনতা করছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত