চট্টগ্রাম নগরীর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ মেহেরাজকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ৷ এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়৷
বুধবার (১০ জানুয়ারি) রাত ০২ টা ৩০ মিনিটে থানার এসআই(নিঃ) বোরহান উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন কোতোয়ালি থানাধীন স্টেশন রোডস্থ ৭নং বাস পার্কিং এর মাঠের দক্ষিণ পাশের পাকা রাস্তার থেকে আসামি মোঃ মেহেরাজ (২২) কে আটক করে৷
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বাংলাদেশ বুলেটিনকে বলেন, "মেহেরাজ মূলত ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড। তার কাছ থেকে জব্দ করা অস্ত্রটি ব্যবহার করে সে নগরীর টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়া সহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার টার্গেট নিয়ে অবস্থান নিয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।"
বরিশালের বাবুগঞ্জ থানাধীন আগরপুর গ্রামের মোঃ নাছিরের ছেলে মোঃ মেহরাজ বর্তমানে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলওয়ে বয়লার এভিনিউ কলোনীতে বসবাস করতো৷ অস্ত্র উদ্ধারের ঘটনার তার বিরুদ্ধে থানার মামলা (নং-০৮) রুজু করা হয়েছে।