বগুড়ার নন্দীগ্রামে চিরকুট লিখে বিকাশে টাকা নেওয়া বৈদ্যুতিক মিটার চুরি চক্রের এক সক্রিয় চোর সদস্যকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
শুক্রবার (১২জানুয়ারি) কাহালু উপজেলা থেকে চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত সিম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য হলেন-কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের মৃত আজিমুদ্দিনের ছেলে আক্কাস আলী(৩০)।
কাহালু, শাহজাহাপুর, গাবতলী, শিবগঞ্জসহ বগুড়ার সকল থানায় দীর্ঘদিন ধরে মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে মিটার ফেরত দিয়ে আসছিল বলে থানা পুলিশকে স্বীকারোক্তি দেয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, একটি চোর চক্রের সদস্য দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন উপজেলাতে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। একটা মিটার চুরির পরে রেখে যাওয়া চিরকুটের সুত্র ধরে নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে মিটার চোর চক্রের হোতা আক্কাস আলীকে কাহালু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১২জানুয়ারি) আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করে।