সোনাগাজী চর সাহাভীকারি উচ্চ বিদ্যালয়ে অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িত আবু বক্করকে চাকুরী থেকে সাময়িকভবে অব্যহতি দেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদ। সোমবার বিদ্যালয় পরিচালনা পর্ষদে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক গত ৫ জানুয়ারি পেট্রোল দিয়ে শিক্ষক মিলনায়তন কক্ষে সকাল অনুমান ভোর সাড়ে ৫ টার সময় পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এবং আদালতে ১৬৪ ধারায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ ঘটনার সাথে জড়িত আরো ব্যক্তির নাম প্রকাশ করে আবু বক্কর। আবু বক্কর স্বীকারোক্তি অনুযায়ী প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় তাকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক সাময়িক অব্যহতি দেয় হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খায়ের উল্যাহ বলেন, আজকে (সোমবার) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় আবু বক্কর কে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, আবু বক্কর স্বীকারোক্তিতে আরো কিছু ব্যক্তির নাম প্রকাশ করেছেন। মামলার তদন্ত স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না। তদন্ত শেষ হলে জড়িতদের দ্রুত অইনের আওতায় আনা হবে।
উল্লেখ্, সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। এবং সে মামলায় স্কুলের পিয়ন আবু বক্কর কে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।