গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই। সব পক্ষের সাথে আমাদের কথা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ ভাবে ইজতেমা সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিশ্ব ইজতেমার বিদেশী মেহমানদের নিরাপত্তায় স্থাপিত পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে প্রেসব্রিফিং করে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও জিএমপির পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, নৌপুলিশ মোতায়ন আছে।
এক প্রশ্নের উত্তরে জিএমপি কমিশনার বলেন, মাওলানা সাদ আসবেন কি না, সে বিষয়ে কোন তথ্য নেই আমার কাছে। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করি। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু করতে দেয়া হবে না। ইজতেমার পূর্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় সাদ সাহেব সম্পর্কে কোন সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই। সব পক্ষের সাথে আমাদের কথা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ ভাবে ইজতেমা সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিশ্ব ইজতেমার বিদেশী মেহমানদের নিরাপত্তায় স্থাপিত পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে প্রেসব্রিফিং করে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও জিএমপির পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, নৌপুলিশ মোতায়ন আছে।
এক প্রশ্নের উত্তরে জিএমপি কমিশনার বলেন, মাওলানা সাদ আসবেন কি না, সে বিষয়ে কোন তথ্য নেই আমার কাছে। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করি। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু করতে দেয়া হবে না। ইজতেমার পূর্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় সাদ সাহেব সম্পর্কে কোন সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়।