টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল হাসান (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঘাটাইল-গোপালপুর সড়কে উপজেলার শান্তানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিলেন রাতুল হাসান ও রিয়াদ হাসান নামে দ্ইু বন্ধু। তারা দুজনই ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের মোটরসাইকেলটি ঘাটাইল-গোপালপুর সড়কের উপজেলার শান্তানগর এলাকায় পৌছলে একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারাযান রাতুল হাসান। সে ঘাটাইল উপজেলা সদরের সবুজবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।
অপর বন্ধু রিয়াদ হাসান (২০) গুরতর আহত হন। আহত রিয়াদ একই উপজেলার হরিপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হসান্তর করা হবে।