শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নড়াইলে জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭:৫৪ PM
জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নড়াইলের সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন। 

শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কর্মচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়। 










মাশরাফি বিন মুর্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে এজন্য আমি কৃতজ্ঞ। মাশরাফি বিন মুর্তজা রেজাউল আলমকে ধন্যবাদ জানান। আমি ও আমার সাধ্যমত এলাকার মসজিদ গুলো আরো ভালো হয় তার জন্য কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।  

এসময় উপস্থিত ছিলেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল ,লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক তারেক আলম, বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত