বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কেন্দুয়ায় ১৫ টাকা দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩:৫২ PM আপডেট: ১১.০৩.২০২৪ ৪:১২ PM
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ"এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে ডিলার আব্দুল বারী ভুইঁয়া (বকুল) জানান, মাসকা ইউনিয়নের একাংশে ৩৩৭ জন কার্ড ধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহযোগিতায় উপজেলায় ১৩ টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় ৮৬২২ জন কার্ডধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি চাউল বিতরণ করা হয়। 

কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, একযোগে উপজেলা ১৩টি ইউনিয়নের ৮৬২২ জন কার্ডধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি চাউল বিতরণ শুরু হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত