শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ম্যাজিস্ট্রেট আসার খবরে ১৩৫ টাকার পেঁয়াজ ৬০ টাকা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৪:৪৯ PM
নোয়াখালী চাটখিল উপজেলা পৌরবাজারে রোববার (১৭ মার্চ) বাজার মনিটরিং এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে ১৩৫ টাকার পেঁয়াজ ৬০ টাকা বিক্রয় করা শুরু করে ব্যবসায়ীরা। এ খবর পেয়ে আশপাশের ক্রেতারা বাজারে ভিড় জমায়।

সরজমিনে দেখা যায়, বিভিন্ন দোকানে ৬০ থেকে ৭০ টাকায় পেঁয়াজ বিক্রয় হচ্ছে। বেশিভাগ ক্রেতাগণ ৫ থেকে ১৫ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে দেখা যায়। পেঁয়াজ কিনতে আসা হাসিবুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের ভয়ে ব্যবসায়ীরা অন্য সময়ে যে পেঁয়াজ ১৩৫ টাকা বিক্রয় করতো তা আজ ৬০ থেকে ৭০ টাকা বিক্রয় হচ্ছে। যে কারনে আমি ১০ কেজি পেঁয়াজ কিনে নিয়েছি। বাজার সূত্রে জানা যায়, ৬০ থেকে ৭০ টাকা মূল্যে বিক্রয় করা পেঁয়াজ ব্যবসায়ীরা সকাল থেকেই ১০০ থেকে ১৩৫ টাকা করে বিক্রয় করছিল।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

এ সময়ে বাজার ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। তিনি আরো জানান, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় চাটখিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত