শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
আইসিসির মাস সেরা কামিন্দু মেন্ডিস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৬:১৮ PM
প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েই বাজিমাত করলেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সে মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। নারীদের সেরা ইংল্যান্ডের ব্যাটার মায়া বুশিয়ে। 

গত মাসের পুরুষ ও নারী সেরা ক্রিকেটারের নাম সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। 

মেন্ডিস পেছনে ফেলে দেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউ জিল্যান্ডের ম্যাট হেনরিকে। অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কারকে টপকে পুরস্কারটি জেতেন বুশিয়ে। 

শ্রীলঙ্কার তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন মেন্ডিস। আগের দুজন প্রাবাথ জায়াসুরিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ সফরে গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬৮ রান করেন করেন মেন্ডিস। দ্বিতীয়টিতে দলের সর্বোচ্চ ৩৭ রান আসে তার ব্যাট থেকে। তার সেরাটা দেখা যায় টেস্ট সিরিজে। 

প্রায় দুই বছর পর এই সংস্করণে সুযোগ পেয়ে সিলেট টেস্টে তিনি যখন ব্যাটিংয়ে নামেন, ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ২০২ রানের দুর্দান্ত জুটিতে দলকে উদ্ধার করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দুজনের ব্যাট থেকেই আসে ১০২ রান।

পরে দ্বিতীয় ইনিংসে দল ১২৬ রানে ৬ উইকেট হারানোর পর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেন্ডিস। এবার তিনি খেলেন ২৩৭ বলে ক্যারিয়ার সেরা ১৬৪ রানের ইনিংস। প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্টে সাত কিংবা এর নিচে নেমে দুই সেঞ্চুরির কীর্তি গড়েন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। শ্রীলঙ্কা পায় ৩২৮ রানের বড় জয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত