লক্ষ্মীপুরের রামগতিতে দুটি ইটভাটার কার্যক্রমে স্থিতিবস্থা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার চর আলগী ইউনিয়নের একটি এবং চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটার কার্যক্রমে স্থিতিবস্থা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।
অভিযানে অংশ নেয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানষ চন্দ্র দাস, রামগতি থানার পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র দাস।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে কার্যক্রম শুরু করায় চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটা এবং চর আলগী ইউনিয়নের মো. আলী বিক্স এর কার্যক্রমের উপর স্থিতিবস্থা দেওয়া হয়েছে।