শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কবরস্থান দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৭:৪৩ PM
ঢাকার কেরানীগঞ্জের জোরপূর্বক শত বছরের পুরনো একটি কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটিবাজার হিজলায় এলাকায়। এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) কবরস্থানের জায়গার পৈত্রিক সূত্রে মালিক আনোয়ার হোসেন কেরানীগঞ্জ প্রশাসনকে একটি অভিযোগ দায়ের করেন। 

আনোয়ার হোসেন অভিযোগ করে জানান, কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার হিজলা রোডে ৭ শতাংশ জমির ওপর তাদের শত বছরের পুরনো একটি পারিবারিক কবরস্থান রয়েছে। সেখানে তাদের দাদা-দাদিসহ পরিবারের মৃত স্বজনদের দাফন করা হয়েছে। বেশকিছু দিন যাবত একটি মহল সন্ত্রাসী বাহিনী নিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে কবরস্থানের দেয়াল ভেঙে কবর উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছে। তারা হলেন, শামিম খন্দকার, মামুন খন্দকার, আল-আমিন, সুমন ও শাহাদাৎ খন্দকারসহ হামলা ও ইন্ধনদাতা খন্দকার আবদুল কাইয়ুম। এরই জের ধরে খন্দকারগং কবরস্থানের উপর জোরপূর্বক মাটি ফেলে রাস্তা নির্মাণ করে। এতে বাধা দিলে দখলকারীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এতে ওই পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। 

যোগাযোগ করা হলে অভিযুক্ত শামিম ও মামুন খন্দকার বলেন, এখানে আগেই থেকে এ কবরস্থান এলাকার মানুষের চলাচলের জন্য ছোট রাস্তা ছিলো। সেই রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। কবরস্থান উপর দিয়ে রাস্তা তৈরি করা যাবেনা এমন কথা কোথাও নেইনি। কবরস্থানে দক্ষিণদিকে আমাদের জমি রয়েছে সেখানে থেকে সমপরিমাণ জমি দিয়ে দিবো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই করে  পদক্ষেপ গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত