থানা পুলিশ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা ধাওয়া গ্রাম থেকে শুক্রবার দুপুরে আল মামুন বাপ্পী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেন ডাকুয়ার একমাত্র ছেলে।
বাপ্পির মা জানান, সকালে তার ছেলে দোকান ভাড়া দেয়ার জন্য তার কাছে তিন হাজার টাকা চেয়েছিলেন, টাকা না দিতে পারায় অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরে বাড়ীর সামনে একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো বাপ্পির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খরব দিলে পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে বাপ্পীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে করে বাপ্পী আলাদা হয়ে যায়। একটি বাসা ও দোকান ভাড়া নিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করেন। তা দিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিল সে। বাসায় তার অন্তসত্বা স্ত্রী রয়েছে। সংসার চালানো নিয়ে পরিবারের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে ।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন বলেন, পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।