শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
উন্নয়নের নামে বৃক্ষ নিধনের অভিযোগ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৭:২৫ PM
জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দেশ তীব্র তাপদাহে পুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে রব উঠেছে বৃক্ষরোপণ ও পরিচর্যার ঠিক সেই সময় গাজীপুরের টঙ্গীতে কবরস্থানের উন্নয়নের নামে গনহারে বৃক্ষ নিধনের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকার ৫ নং ব্লক মসজিদের সংলগ্ন কবরস্থানের উন্নয়নের নামে বিনা অনুমতিতে কবরস্থানের ভিতরে বেড়ে উঠা বিভিন্ন ফলজ ও বনজ গাছ গনহারে কেটে বিক্রি করে দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় জনগন। নিয়ম অনুযায়ী গাছ কাটার সময় সিটি করপোরেশনের অনুমতি প্রয়োজন হলেও বিক্রি করার সময় নেওয়া হয়নি কোন অনুমতি। জানানো হয়নি স্থানীয় কাউন্সিলরকেও। বিষয়টি জানাজানি হলে স্থানীয়  কাউন্সিলর আমির হোসেন থানায় লিখিত অভিযোগ করেন। 

স্থানীয়দের দাবি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনিতেই সাধারণ মানুষ নিদারুণ তাপদাহে দিন পার করছে। এই সময় অক্সিজেন সরবরাহকারি এ ধরনের বৃক্ষ নিধন কোনভাবেই কাম্য নয়। 

এবিষয়ে ৫ নম্বর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, ৫ নং ব্লক কবরস্থান উন্নয়নের স্বার্থে হেলে পড়া ও গোড়া নষ্ট হওয়া কিছু পুরোনো গাছ কাটা হয়েছে সেই সাথে অর্ধশতাধিক নতুন গাছের চারা রোপন করা হয়েছে। 

৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা বলেন, আমাকে কোন কিছু না জানিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কবরস্থানের বেশ কিছু গাছ কেটেছে। যেহেতু এই কবরস্থান সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত