চট্টগ্রাম নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন জনি।
এই সময় বক্তারা বলেন, যুবলীগকে শুধু মানবিক দিক দিয়ে নয় শিল্প ও সাংস্কৃতিক চর্চায় মননশীল করে তোলার যে প্রচেষ্টা তারই একটা প্রাথমিক উদ্যোগ হচ্ছে আজকের এই বাংলা বর্ষবরণের আয়োজন। আগামী বছরটি যেন বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকে সেই লক্ষ্যে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগের আহবান জানান বক্তারা।
বক্তব্য পর্বশেষে রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।