শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা শিক্ষক সমিতির
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৪:৩৫ PM আপডেট: ২৬.০৫.২০২৪ ৪:৩৯ PM
অদ্য ২৬ মে ২০২৪ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শহিদ মিনার চত্বরে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক  সমিতি ।

মানববন্ধন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ এবং বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বৈষম্যমূলক প্রজ্ঞাপন অবিলম্বে বাতিলের জোর দাবি জানান এবং অন্যান্য দাবি মেনে নেয়ার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন সংক্রান্ত বৈষম্য দূরীকরণে জন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেন।

ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ২৮ মে ২০২৪ সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি এবং ৪ জুন ২০২৪ সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন । এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা না হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কঠোর কর্মসূচি পালন করা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাশরিক হাসান বলেন, ‘প্রত্যয় স্কিমে বয়সসীমা ৬০ বছর দেওয়া, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বয়সসীমা ৬৫ বছর—তাই এখানে একটি ধোঁয়াশা রয়েছে। তা ছাড়া আমলারা নিজেরা এই স্কিমের আওতাভুক্ত না হয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্ত করে বড় বৈষম্য সৃষ্টি করেছে। আমাদের দাবি মানা না হলে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার দুই ঘণ্টার কর্মবিরতিতে যাব।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত