বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও যুবলীগের ৫ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেলে রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
সহকারী রিটানিং অফিসার ও গৌরনদী নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, মেয়র পদে উপ-নির্বাচনে গৌরনদী উপজেলা আ:লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মফিজুর রহমান মিলন, উপজেলা আ’লীগের নেতা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলাউদ্দিন ভূইয়া, উপজেলা আ’লীগের নেতা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. শফিকুর রহমান ওরফে রেজাউল শিকদার, পৌর যুবলীগের সহ-সভাপতি ছলেমান হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি আরও জানান, গৌরনদী পৌরসভার তিনবারের মেয়র মো. হারিছুর রহমান গত ২৭ এপ্রিল মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে মেয়র পদটি শুণ্য ঘোষণা করা হয়। আগামী ২৬ জুন গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।