শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
যশোরের র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুইবোন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৫৪ PM
গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬,ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতেও শনিবার দুপুরে আলাদা দুটি অভিযানে শহরের বকচর এলাকা থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দুই বোনকে আটক করেছে। 

আজ শনিবার দুপুরে র‍্যাব যশোর ক্যাম্পের সদস্যরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন,গত ৩১মে রাত প্রায় বারোটার দিকে গোপনে সংবাদ পান শহরের বকচর (কবরস্থান রোড) এলাকার জনৈকা ফরিদা বেগমের বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য মজুদ করে রাখা হয়েছে। 

এ সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে বকচর এলাকার লুৎফর রহমানের কন্যা ফরিদা বেগমকে (৪৯) আটক করেন। আটক ফরিদা বেগমকে র‍্যাবের জিজ্ঞাসাবাদে ও তার স্বীকারোক্তি মতে রুমের এটাস্ট বাথরুমের ভেতর হাইকমডের ফ্লাশ ট্যাংকির মধ্যে থেকে বিশেষ কায়দায় রাখা ৯ হাজার ৮০০ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ সময় ফরিদার স্বীকারোক্তি মতে তার ছোট বোন ফাতেমার কাছে আরো ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট আছে এমন স্বীকারোক্তির ভিত্তিতে র‍্যাব  শনিবার দুপুরে একই এলাকার মাঠপাড়ার সেলিমের স্ত্রী ফাতেমা বেগমের (৩৫) বাড়িতে তল্লাশি করে ঘরের স্টীলের বাক্মের ওপর লুকিয়ে রাখা ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এই ঘটনায় থানায় দুই বোনের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত