রাজধানীর গুলশান লিংক রোডে মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে লেকের পানিতে ডুবে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় লেকের চারপাশে উৎসাহী মানুষের ভিড় জমে যায়।
এর আগে, সকালে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও খুঁজে পেতে ব্যর্থ হয়ে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় পথচারীরা ধাওয়া দিলে ওই ব্যক্তি গুলশান লেকের পানিতে ঝাঁপ দেন। সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর তাকে তলিয়ে যেতে দেখা যায়।
গুলশান থানার ওসি জানান, পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খাতুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল বেলা পৌনে ১১টা থেকে কাজ করে। তবে লেকের পরিধি বড় হওয়ার তার সন্ধান মেলেনি।