শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সিংগাইরে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ মামলায় গ্রেফতার ২
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৪:৩৬ PM
মানিকগঞ্জের সিঙ্গাইরে  র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও স্বর্ণ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে সিঙ্গাইর থানা পুলিশ। এসময় গোয়ালঘরের মাটি খুঁড়ে লুট হওয়া ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন, ফরিদপুর সদরের রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) এবং রাজবাড়ী সদরের শ্রীপুর এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিন ও দিবাগত রাতে মুন্সিগঞ্জে সিরাজদিখানের কুচিয়ামোড়ার টোলপ্লাজা এবং রাজবাড়ীর সদরের শ্রীপুর এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তি মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ার টোলপ্লাজা এলাকা থেকে সিদ্দিক শেখকে গ্রেফতার করা হয়। এরপর সিদ্দিক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর সদরের শ্রীপুর এলাকা থেকে শাহ আলম মিয়াকে গ্রেফতার করা হয় এবং শাহ আলম মিয়ার গোয়াল ঘরের ভিতরে মাটি খুঁড়েমামলায় ৪৮ ভরি স্বর্ণলংকার উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

প্রঙ্গত, গত ১লা জুন সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামসা ইউনিয়নের দোহার-জামসা আঞ্চলিক সড়কের আমতলা এলাকায় র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণের পর ৯৫ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। এরপর মাঝ রাস্তায় এক ডাকাত সদস্যের মাধ্যমে লুন্ঠিত স্বর্ণ নিয়ে চলে যান। কিন্তু ডাকাত ও অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে বহনকরা প্রাইভেটকারটি দক্ষিণ জামসা বাজার মসজিদের সামনে যানজটে আটক পরে এবং স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রাইভেটকারসহ ডাকাতদের আটক করে এবং অপহৃত স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ৫ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদারল বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত