টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাত জাহান এবং নাজমুল হাসান মামুন। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ কৃষাণী অংশ নেন।