শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৫:২৭ PM আপডেট: ১৪.০৭.২০২৪ ৬:৪৮ PM
ফরিদপুরে নাসরিন আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সবুজ মিয়া (৩৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর সদস্যরা। 

রবিবার (১৪ জুলাই) দুপুর ১ টার দিকে ফরিদপুর র‍্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সবুজ মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন, র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

গ্রেপ্তার হওয়া সবুজ ফরিদপুর সদরের মামুদপুর এলাকার বাবুল মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে  তিনি বলেন, শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সূত্রাপুরের নারিন্দা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। 

সবুজ ২০১৭ সালের ১২ ডিসেম্বর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে নাসরিন আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর কোতয়ালী থানায় একটি গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়।

 র‍্যাবের এই অধিনায়ক  আরও বলেন , পরে এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ১৯শে নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অতঃপর ২০২৩ সালের ২৫শে সেপ্টেম্বর আদালত এ মামলায় সবুজ মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেন।

আদালতের রায়ের পর থেকে সুবজ মিয়া মাদারীপুর, উজিরপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজের নাম গোপন করে ছদ্মবেশ ধারণ করে বসবাস করছিল। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত