বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
চিকিৎসসেবার মান বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কোন অংশেই কম নয়: স্বাস্থ্যমন্ত্রী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১:৪৩ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসসেবার মান বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কোন অংশেই কম নয়।

আমাদের চিকিৎসকরা সেইরকম পরিবেশ পায়না। স্বাস্থ্য সুরক্ষায় উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমি স্বাস্থ্য সুরক্ষা আইন যেভাবেই হোক সংসদে নিয়ে যাবো।

গতকাল রবিবার (১৪ জুলাই-২০২৪) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও মেডিকেল কলেজে মাল্টিপারপাস মিলনাতয়ন উদ্বোধন শেষে হাসপাতাল মিলনায়তনে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি রোগীদের নিরাপত্তা দেওার দায়িত্বও আমার। আমি মন্ত্রী হওয়ার পর স্বাস্থ্য সুরক্ষায় ৫টা মিটিং করেছি।

মফস্বল এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসাসেবা আসার ব্যাপারে চিকিৎসকদের তিনি বলেন, যদি চিকিৎসককে বাসস্থান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি, তাহলে তারা মফস্বল শহরে আসবেন, আমি আসতে বাধ্য করবো। এখন অধিকাংশ জায়গায় মেয়েরা কাজ করেন। তাদের নিরাপত্তা ও ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।

মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি চাইনা এ অ লের রোগি ঢাকায় গিয়ে চিকিৎসা নেক। আপনাদের সমস্যাগুলো শুনলাম এই হাসপাতালে এমআরআই, সিটি স্কিন মেশিন অকেজো। চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। খুব দ্রত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

হাসপাতালে চিকিৎসক থাকেন না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন , হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসাসেবা দিতে হবে। এর ব্যতয় হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক সম্পর্কে মন্ত্রী বলেন, অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক চালাতে পারবে না। একটি হাসপাতালে যা থাকা দরকার, তা না থাকলে ওইসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালে চিকিৎসাধীন কযেকজন রোগির সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খন্দকার সাজ্জাদ হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান-উল- ইসলাম সিদ্দিকী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুজ্জামান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইুরুল্লাহ প্রমূখ।অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মিশন হাসপাতাল, রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। এছাড়া দিনাজপুর সেন্ট ফিলিপ্স স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন ও সেখানে সমাবেশে বক্তব্য রাখেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত