শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪:১৬ PM
চলমান সময়ে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার উপজেলার ভাঙ্গারহাটে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গারহাটের চৌরাস্তা থেকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার দু’পাশে দাড়িয়ে সনাতন ধর্মের হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধন কর্মসুচি শেষে উপস্থিত নারী পুরুষ মিছিল সহকারে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

এডভোকেট নিখিল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাবেক যুগ্ম সচিব ড. সমীর কুমার বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, শিক্ষক বিজয় সরকার, ভাঙ্গারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বাড়ৈ, ব্যবসায়ী সরোজ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

চলমান সময়ে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এডভোকেট নিখিল দত্ত দ্রুত সময়ের মধ্যে হিন্দু সুরক্ষা আইন করার দাবী জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত