শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কেন্দুয়ায় গোয়াল ঘরে আগুন, ১টি গরুসহ ঘর পুড়ে ছাই
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪:১৮ PM
নেত্রকোনার কেন্দুয়া  উপজেলার কান্দিউড়া  ইউনিয়নের গোগ গ্রামের গোয়াল ঘরে আগুন লেগে ১টি গরু  পুড়ে ছাই হয়ে গেছে, আরো দুটি গরু মারাত্মক ভাবে পুড়ে যায়। 

গতকাল শনিবার (১০ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের পলাশ মিয়ার গোয়াল ঘরে এআগুন লাগার ঘটনা ঘটে। পলাশ মিয়া গোগ গ্রামের মৃত জাহেদ উদ্দিন তালুকদারের ছেলে।

পলাশ মিয়ার সাথে কথা হলে তিনি  জানান, শনিবার  মধ্যরাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। তিনি আরও বলেন, আমি গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কোন কয়েল বা খড় দেই নাই।তাহলে কিভাবে আমার গোয়াল ঘরসহ গরু পুড়ল তা বুঝতে পারছি না।

পরে অনেক চেষ্টা করে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ৩টি গরুর মধ্যে ১টি বিদেশি গাভী পুড়ে ছাই হয়ে গেছে। আর দুটি গরু মারাত্মক ভাবে পুড়ে যায়। আগুনে আমার প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম বাবুল গোগ গ্রামের পলাশ মিয়ার গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীকে এঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত