শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
দুর্গাপুরে সরকারি হাসপাতাল তদারকিতে শিক্ষার্থীরা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:১১ PM
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সতে যান একদল শিক্ষার্থী। 

এ সময় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ,রোগীদের বিভিন্ন ওয়ার্ড,চিকিৎসকদের কক্ষ,  টিকিট কাটার কাউন্টারের,হাসপাতালের ল্যাব সহ বিভিন্ন কক্ষ তদারকি করেন। এই সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে  কথা বলেন শিক্ষার্থীরা। এ ছাড়াও হাসপাতালের সামনে অটো গাড়ি না রেখে নিদিষ্ট স্থানে পাকিং করার জন্য চালকদের বলেন শিক্ষার্থীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তদারকিতে অংশগ্রহন করেন শিক্ষার্থী সাকি আল হাসান,বিল্লাল হোসাইন, হিমেল মিয়া,আলআমিন,আনাস,মুশফিক,সারোয়ারহাসান,শাহরিয়ার,মাইশামুবাশ্বিরা,তোরা,বোরহা,মেঘলা, মাহবুবা,আইরিন সূচি ও ফুরকান। 

শিক্ষার্থী সাকি আল হাসান বলেন, আমরা আজ হাসপাতালে গিয়ে প্রথমও হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অটো গাড়িদের নিদিষ্ট স্থানে পাকিং করতে চালকদের পরামর্শ দেই। এরপর হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করি ও কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলি। 

হাসপাতালে দালাল চক্রদের আজ আমরা  প্রাথমিকভাবে সতর্ক করে আসছি।  এরপর না মানলে আমরা তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিব। হাসপাতালে ডিউটির সময় প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখতে না করি ডাক্তারদের। রোগীরা যাতে কেনো দূর্ভোগের শিকার  না হয় সেদিকে ডাক্তারদের খেয়াল রাখতে বলি। 

অপর এক শিক্ষার্থী হিমেল বলেন,  হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ডাক্তার সহ আমরা রোগীদের সাথে কথা বলি। রোগীদের খাবারের মান ভালো দিতে বলি। ওষুধ প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগে চিকিৎসকের চেম্বারে না ঢোকার কথা বলে আসি। দেশটা আমার আপনার আমাদের সবার, দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত