শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
দীর্ঘ ৮ দিন পর পুনরায় শুরু হলো চাটখিল থানার কার্যক্রম
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:২৮ PM
নোয়াখালী চাটখিল থানা গত ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় আবার নতুন করে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ ১২ই আগষ্ট দুপুর ২ টায় নোয়াখালী জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এর উপস্থিতিতে চাটখিল থানায় নতুন ভাবে কার্যক্রম শুরু হয়।

এসময় তিনি থানা পরিদর্শন করে বলেন, বাংলাদেশ পুলিশ জনতার হয়ে কাজ করবে তবে সেই ক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। 

তিনি আরও বলেন থানা থেকে যে সব অস্ত্র জনগণের কাছে হেফাজতে আছে তারা যেন অবশ্যই তা থানায় জমা দেন এবং এ বিষয় নিশ্চিত করে তিনি বলেন, কোন ব্যক্তি অস্ত্র জমা দিতে লজ্জা পেলে কোন ইমাম সাহেব বা কারো মাধ্যমে থানায় পাঠিয়ে দিতে বলবেন।আসা করছি আগামী ১ সপ্তাহের মধ্যে চাটখিল থানার সকল অস্ত্র জমা হয়ে যাবে।

এ সময় চাটখিল থানার অস্থায়ী কার্যালয় হিসেবে চাটখিল ১১ নং পোল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কে নির্ধারণ করা হয়েছে এবং আগামী ২/১ দিনের মধ্যে চাটখিল থানার কার্যক্রম শুরু হবে।

উদ্বোধনী কার্যক্রমে চাটখিল থানার  ওসি এমদাদুল হক,  উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাইফুল ইসলাম, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত