শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৫ PM আপডেট: ১০.০৯.২০২৪ ৭:১৬ PM
আন্দোলনে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে দেড় মাস আগে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ রাজমিস্ত্রী বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বাবুল মিয়া মারা গেছেন বলে তার ছেলে আবুল তালিব জানিয়েছেন।

৪৭ বছর বয়সীয় বাবুল মিয়া গুলিবিদ্ধ হয়েছিলেন গত ১৯ জুলাই, তিনি বিএনপির সমর্থক ছিলেন। বাবুলের দুই ছেলের মধ্যে তালিব দনিয়া স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ‌আর ছোট ছেলে মাহিনের বয়স মাত্র দেড় বছর। বাবুল ঢাকায় যাত্রাবাড়ীর দনিয়ায় পরিবার নিয়ে তিনি ভাড়া থাকতেন; তার গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে।

নিহতের ছেলে আবু তালিব বলেন, আমি আন্দোলনে অংশ নিছিলাম। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে আমাকে খুঁজতে গিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া লাকি কমিউনিটি সেন্টারের সামনে বাবার গায়ে গুলি লাগে। পেছন থেকে তাকে গুলি করা হয়েছিল।

তালিব বলেন, তার বাবাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সরকার পতনের পর গত ১৮ অগাস্টে নেওয়া হয় পিলখানা হাসপাতালে। সেখান থেকে ২২ অগাস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত