শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শেরপুরে পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ PM
শেরপুর সদর উপজেলার বেতমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো: বাবুল মিয়া নামে এক কৃষকের বসত বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এতে  বাবুল মিয়ার বসতবাড়ি পুড়ে ছাই  হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার ছেলে মো: মোস্তাকিন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।( মামলা নং ১১৩৫/২০২৪)

প্রত্যক্ষদর্শীদের সূত্র  জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে বাবুল মিয়ার বসতবাড়িতে আগুন জ্বলতে থাকলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন নিভানো সম্ভব হয় নি। এতে করে বাবুল মিয়ার প্রায় ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী বাবুল মিয়ার ছেলে মোস্তাকিন বলেন, আমাদের গ্রামের নুরজামালের সাথে কয়দিন আগে আমার ঝগড়া হয়েছিল। তাদের লোকজনই এ কাজ করেছে। আমার সবকিছু পুড়ে গেছে"। আমি এর উপযুক্ত বিচার চাই।

ওই গ্রামের প্রতিবেশী আবু রায়হান জানান, গভীর রাতে মানুষজনের চিৎকারে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাতে লাভ হয়নি সব পুড়ে গেছে। আমরা এ ঘৃন্য ঘটনার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করে, তাদের কাউকে পাওয়া যায় নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত