শ্রীমঙ্গলে দুই মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার রাতে এসআই মুহিবর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের পুরান বাজার এলাকা থেকে দুই মাসের সাজাপ্রাপ্ত আসামী উৎপল রায় (৪৭) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।