শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রায়পুরায় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ PM
রায়পুরায় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। শনিবার (১৬ নভেম্বর)  সকাল ১০ টায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নেতা কর্মীরা জমায়েত হয়ে মিছিল নিয়ে রেল গেইটের পাশে অবস্থিত অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ১০টা বাজতেই রায়পুরার ২৪ টি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঢোল বাজিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকে পাইলট স্কুল মাঠে। বেলা ১২ টা বাজতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে নেতা কর্মীরা মাঠের বাহিরে অবস্থান নেয়। এদিকে নৌকা ও ফেরিতে করে নৌপথে আসা  চরাঞলের হাজারো নেতা কর্মীকে স্বাগত জানাতে পান্থশালা ফেরিঘাটে অবস্থান নেন রায়পুরা বিএনপির জনপ্রিয় নেতা ও বিএনপি মনোনীত সাবেক এমপি প্রার্থী ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। 

পরে দুপুর সাড়ে ১২ টায় রায়পুরা  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল রেলগেইট সংলগ্ন অডিটোরিয়াম মাঠে গিয়ে সমবেত হয়। এসময় রায়পুরা বাসস্ট্যান্ড থেকে অডিটোরিয়াম পর্যন্ত পুরো রাস্তা মিছিলে পূর্ণ হয়ে যায়।

অডিটোরিয়াম মাঠে সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করতেও অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি। 

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুব দলের নূর আহম্মেদ চৌধুরী মানিক প্রমূখ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত