শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
৩১ দফা বাস্তবায়নে কালিহাতীতে বিএনপির জনসভা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পটল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডাঃ শাহ আলম তালুকদার, জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদ, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রহিমা আক্তারসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত