শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৪ PM আপডেট: ০১.১২.২০২৪ ৬:০৫ PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ছাত্রীর (১৪) ওপর কিশোরগ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এরই প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলার শিকার ওই শিক্ষার্থী বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। 

রোববার সকালে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে সমাপ্ত হয়। 

এর আগে গত ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে পাটওয়ারীহাট রোডে কিশোরগ্যাং সদস্যরা ওই ছাত্রীকে গতিরোধ করে হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ী নিয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন, ফারদীন হাসান রুভা, আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী সাবিহা জান্নাত, ৮ম শ্রেনীর শিক্ষার্থী শামীম, ৭ম শ্রেনীর শিক্ষার্থী মনির প্রমূখ। 

বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায়ায় কিশোরগ্যাংদের লালিত-পালিত করা হচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িত কিশোরগ্যাংয়ের সদস্যদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ে করা হয়েছে।  জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত