শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:১৮ PM
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । 

আজ ৮ মার্চ ( শনিবার) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ  আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষন করে।

পরে  জেলা প্রশাসশনের  হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )  মোসাম্মৎ হাফিজা জেসমিন  এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার  শাম্মী , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, সাবেক জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবদুল আওয়াল চৌধুরী, জেলা জামাতের নায়েবে আমির মোঃ আব্দুল বাতেন সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

এসময় বক্তরা বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থ উপার্জনের অধিকারকে সম্মান জানাই, পাশাপাশি বাল্যবিয়ে, ধর্ষণ, এবং নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও প্রতিজ্ঞাবদ্ধ হই। নারীরা যদি সমান অধিকার পায়, তাহলে সমাজে উন্নতি আসবে এবং একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণ সম্ভব হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত