শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:১৯ PM
অধিকার, সমতা ,ক্ষমতা নারী কন্যার উন্নয়ন  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

শ‌নিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সমানে থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক সা‌র্বিক গনপ‌তি রা‌য় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ মো. জিয়াউর রহমান। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা। 

 বক্তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়েছে, তবে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। যেদিন নারীর নিরাপদে ও নির্বিঘ্নে ঘরের বাইরে যাওয়া ও ঘরে ফেরা নিশ্চিত হবে সেদিন নারী অধিকার পুরোপুরি নিশ্চিত হবে। প্রতিটি কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত করা, অথনৈতিকভাবে নারীকে স্বাবলম্বীকরণ, কাজের ক্ষেত্রে নারীদের সমমজুরী নিশ্চিত করা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারী উন্নয়নে কাঙ্খিত সাফল্য আসবে না। নারী পুরুষ পারষ্পরিক সহযোগিতা ও সমমর্যাদার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন নর রশিদ খান হাসান, হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. বাবুল আকতার খান, অন্যান্য এনজিও ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত