দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় ৫জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আকবর আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক তৈবুর রহমান লাজু (৪৫), বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর ররহমান (৫২) একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেল ওয়াড যুবলীগের সহসভাপতি মেজবাবুল রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান ও এলুয়াড়ী ডাঙ্গা গ্রামের সায়েদ আলীর ছেলে এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী (৫২)। তাদেরকে মঙ্গলবার দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ধৃত আওয়ামীলীগের নেতা-কর্মীরা সকলে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফ্রোনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখকরে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়।