চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল, একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবাল বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জেলও খেটেছেন। বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে ১১টি। যার মধ্যে ছয়টি হত্যা মামলা। সর্বশেষ ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন। কয়েক বছর আগেই তিনি দেশে ফিরেছেন।
চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবাল নামে সন্ত্রাসীকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ইকবালের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি।