শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের ‘ভূমিধস বিজয়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ AM আপডেট: ১০.০৯.২০২৫ ৫:৪৭ AM

বহুল আলোচিত ডাকসু নির্বাচনে মোট ১৬টি হলের ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে আছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। 

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে- ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট।

🔴  অমর একুশে হল
ভিপি- সাদিক কায়েম ৬৪৪
জিএস- ফরহাদ ৪০০
এজিএস- মোহাম্মদ মহিউদ্দিন খান ৫২১

🔴  ফজলুল হক মুসলিম হল
ভিপি-সাদিক কায়েম ৮৪১ ভোট (আবিদ ১৮১)
জিএস- ফরহাদ ৫৮৯ (বাকের ৩৪১)
এজিএস- মোহাম্মদ মহিউদ্দিন খান ৭০৫ (মায়েদ ১৮৮)

🔴  শহীদুলাহ হল
ভিপি- সাদিক কায়েম ৯৬৬ ভোট 
জিএস- ফরহাদ ৭৭৩
এজিএস- মোহাম্মদ মহিউদ্দিন খান ৮৪৪

🔴 জগন্নাথ হল
ভিপি: 
সাদিক কায়েম- ১০
আবিদুল ইসলাম খান- ১২৭৬
উমামা- ২৭৮

জিএস: 
ফরহাদ- ৫
হামীম- ৩৯৮
বসু- ১১৭০

এজিএস: 
মহিউদ্দিন খান- ৭
মায়েদ - ১১০৭

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত