বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
ডাকসুতে শিবিরের জয়ে ‘পাকিস্তান জামায়াতের’ অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ PM আপডেট: ১০.০৯.২০২৫ ৮:৪৮ PM
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।

আজ বুধবার বিকালে জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেইসবুক পেইজে প্রচারিত দলের আমির হাফিজ নাইম উর রেহমানের এ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের এ জয়কে ‘বাংলাদেশে নতুন ইতিহাস’ বলে আখ্যায়িত করা হয়েছে।

উর্দু ভাষায় লেখা ওই অভিনন্দন বার্তায় জামায়াত-ই ইসলামী পাকিস্তান বলছে, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ!”

যদিও জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেসবুকে পোস্টটি বিকাল ৫টা ২৫ মিনিটে দেখা গেলেও সন্ধ্যায় ৭টার দিকে আর পোস্ট দেখা যাচ্ছিল না।

জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের বিজয়ী প্রার্থী, কার্জন হল ও সিনেট ভবনের কোলাজ ছবি ব্যবহার করা হয়েছে।
শিবিরকে জামায়াত-ই ইসলামী পাকিস্তানের ছাত্র সংগঠন ‘ইসলামী জমিয়ত তালাবা’ আখ্যায়িত করে অভিনন্দন বার্তায় বলা হয়েছে, “দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (ইসলামী জমিয়ত তালাবা) জয়লাভ করেছে, পুরো প্যানেলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবার।”

এ নির্বাচনে অন্যান্য প্যানেলগুলোতে ‘ভারতপন্থি শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল’ দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে জামায়াত-ই ইসলামী পাকিস্তান।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে শিবিরের জয়ের জন্য আমরা শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবাদের অধিকারের সংগ্রামের পাশাপাশি ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের জনগণের মুক্তির দিকে পরিচালিত করবে।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত