শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
মাধবপুরে ভারতীয় গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:১৮ PM

ঢাকা সিলেট মহাসড়ক (পুরাতন) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২০ নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাতে র‍্যাব-৯  সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিজানিক দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে চুনারঘাট উপজেলার চানপুর চা বাগান এলাকার উজ্জ্বল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালার (১৯) একই এলাকার কমলা তাঁতির ছেলে সুকন তাঁতি (১৯) ও কানন্দ্র রিকিয়াশনের ছেলে রুহিদ রিকিয়াশন (১৮) কে আটক করে। এ সময়  তাদের কাছে রক্ষিত ছয় পোটলায় ৩০ কেজি ভারতীয় গাজা জব্দ করেন। 

রোববার সকালে আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত