সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
অবিলম্বে গণভোটের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:৫৫ PM
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠান সহ ৬দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে গণমিছিল আয়োজন করে খেলাফত মজলিস। 

আজ সকাল সাড়ে ১০টায় বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। 

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য পেশ করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আবুল হোসেন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ কবির আহমদ, মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, এনামুল হক হাসান, কাজী আরিফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিলটি পল্টন মোড়ে আন্দোলনরত ৮ দলের সমাবেশে মিলিত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত