নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা। তিনি বলেন, “একটি দল এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকার একটি হোটেলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় প্রবাসী চৌদ্দগ্রামবাসীর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে নিউ ইয়র্ক বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।”
আরও পড়ুন
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা কামরুল হুদাকে ফুল দিয়ে বরণ করেন সাবেক বিএনপি নেতা আবু তাহের চৌধুরী, এমদাদুল হক কামাল (সভাপতি, গ্রেটার কুমিল্লা সোসাইটি), কাজী এনাম (সভাপতি, চৌদ্দগ্রাম সোসাইটি), ইমাম হোসেন আপন (গার্মেন্টস ব্যবসায়ী), মীর আনোয়ার হোসেন (সাংগঠনিক সম্পাদক, চৌদ্দগ্রাম সোসাইটি), মিজানুর রহমান (রিয়েল এস্টেট ব্যবসায়ী), নজরুল ইসলাম (ব্যবসায়ী), জাহাঙ্গীর হোসেন (সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম সোসাইটি), ইকবাল হোসেনসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাহজাহান সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক জহির মোল্লা, বিএনপি নেতা আল আমিন, কাজী আবু নাসের, সাইফুল ইসরাম, মাইন উদ্দীন, মিজানুর রহমান, রুহুল আমিন ও কাউসার পাটোয়ারী।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।