শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেছেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব (১১ নভেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান লবণের মজুদ, দাম, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এনিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা। অন্যদিকে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে বলে জানান শিল্প সচিব।