নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ল্যাপটপ, হতদরিদ্রের মাঝে ছাগল ও বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) অর্থায়নে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান ও সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ৩২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩ জনকে ল্যাপটপ, ৩২ জন হতদরিদ্র ব্যক্তিকে ছাগল, ২৫ জনকে সিলিংফ্যান ও উপজেলার বিভিন্ন ক্লাবে ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়।