মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
শ্রীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:৩৯ PM
গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রাণী পালকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মামা শ্বশুর, মামি ও স্বামীকে আসামী করে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

নিহতের বাবা সুনিল চন্দ্র পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার স্মৃতি রাণী পালসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে এবং কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার কাব্য সরকারের স্ত্রী।

মামলায় আসামীরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার (কামারপাড়া) এলাকার মৃত গোপাল সন্নাসীর ছেলে নিহতের মামা শশুর নিমাই সন্নাসী (৫৫), তাঁর স্ত্রী বেলী সরকার (৪০) এবং শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার কেশব চন্দ্র সরকারের ছেলে নিহতের স্বামী কাব্য সরকার (২৬)। তাদেরকে গ্রেফতার করে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর কুদ্দুস জানান, সোমবার (২৮ অক্টোবর) রাত পৌণে ১২ টার দিকে বরমী বাজার কামার পট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়ীতে দুর্বৃত্তরা হামলা করে। পরে স্মৃতি রাণী পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্মৃতি রাণী পালের বাবা সুনীল পাল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতি সাথে কথা হয়। তার স্বামী সন্ধ্যায় কালিপূজা উপলক্ষ্যে রাত সাড়ে ৮টায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষন পর স্মৃতির স্বামী কাব্য আমাকে ফোনে করে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। পরে ওই হাসপাতালে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পাই।

তিনি মামলায় উল্লেখ করেন আমার ধারনা আসামী মামা নিমাই সন্নাসী, মামী বেলী সরকার ও স্বামী কাব্য সরকার পরস্পর যোগসাজোসে ধারালো দা দিয়ে তার মেয়ে স্মৃতি রাণী পালের গলায়, ঘাড়ে ও ডান হাতের আগুলে কুপাইয়া হত্যা করে।

প্রসঙ্গত, সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে গৃহবধূ স্মৃতি রাণী পালকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত